গোপালগঞ্জ জেলার সদর থানার মিয়াপাড়া নামক গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ওনার বাবার নাম মোঃ হাসমত আলী এবং মায়ের নাম সাহনাজ পারভীন। tar বয়স যখন ২ বৎসর তখন পুরো পরিবার রাজধানী ঢাকায় চলে আসেন।
ঢাকার খিলগাও গভঃ স্কুল থেকে মোঃ আব্দুল কাদের পড়াশোনা শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে তিনি স্কুল জীবনেই ছাত্রলীগে অন্তর্ভূক্ত হন। খিলগাও গভঃ স্কুল থেকে মোঃ আব্দুল কাদের সফল ভাবে এসএসসি পরিক্ষায় উর্ত্তিন্ন হয়ে গভঃ শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হন। সেখানেও তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
মোঃ আব্দুল কাদের সফলভাবে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং মাষ্টার্স পাশ করেন। স্নাতক এবং মাস্টার্সে ওনার বিষয় ছিলো ব্যবস্থাপনা। একই সঙ্গে উনি বিনোদন জগতে বিভিন্ন কাজে জড়িত ছিলেন। উপস্থাপনা, আবৃতি এবং অনুষ্ঠান উপস্থাপনায় উনি বিশ্ব কলা কেন্দ্র, টিএসসি থেকে সফলতার সাথে কোর্স সম্পন্ন করেন। পড়াশোনা চলা অবস্থায় উনি তার পেশাগত জিবন শুরু করেন।
এখন তিনি একজন সফল ব্যবসায়ি। তিনি ইনসাফ বিল্ডার্সের প্রতিষ্ঠাতা এবং ইনসাফ স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।
বর্তমানে তিনি বাংলাদেশ পিপলস্ পার্টির মহাসচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে জড়িত রেখেছেন।
ব্যক্তিগত জিবনে তিনি দুই সন্তানের জনক। সহধর্মিনী সাদিয়া রহমান সহ এক মেয়ে আয়েশা সিদ্দিকা এবং এক ছেলে মোঃ আব্দুল্লাহ আরাফকে নিয়ে ওনার সুখি সংসার।