বাংলাদেশ পিপলস পার্টি-(বিপিপি )কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সভা।

0
1070
বাংলাদেশ পিপলস পার্টি-(বিপিপি )কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সভা।
আজ ১৮ডিসেম্বর রোজ শুক্রবার বাংলাদেশ পিপলস পার্টি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টি – বিপিপির চেয়ারম্যান মোঃ বাবুল সরদার চাখারী, মহাসচিব এআরএম জাফরুল্লাহ চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম খান রনো, আতিকুর রহমান লিটন, মোঃ আব্দুল কাদের,বেগম নাজমা আক্তার ,মাহফুজা বেগম, দলের উপদেষ্টা ক্যাপ্টেন আবদুল বাকী,ভাইস চেয়ারম্যান রোজী আক্তার মুন্নী, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস সরদার, সহ-দপ্তর সম্পাদক মো: শামিমুজ্জামান(বিশাল)।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য মো: জসিম উদ্দিন, উপস্থিত ছিলেন জনাব আলতাফ হোসেন সাধারণ সম্পাদক আকবর শাহ থানা আওয়ামীলীগ, জনাব লোকমান আলী সহ-সভাপতি আকবরশাহ থানা আওয়ামী লীগ, মোজাফফর আহমেদ মাসুম যুগ্ম-সম্পাদক পাহাড়তলী থানা আওয়ামী লীগ, জনাব আলহাজ্ব এরশাদ মামুন যুগ্ম-সম্পাদক ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ, এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন, এ সময় দলের চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য এর বিরোধিতা করে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িত সবাইকে খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটিত না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here