নতুন জোট ডিএনএফের আত্মপ্রকাশ
৯টি সমমনা দলের সমন্বয়ে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় চার মাস পর বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নতুন এই জোট কাজ করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়,
ডিএনএফ জোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান জনাব,মো. বাবুল সরদার চাখারী। ফ্রন্টের মহাসচিব হয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস এবং মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এআরএম জাফরুল্লাহ চৌধুরী।
জোটভুক্ত দলগুলো হলোঃ
বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ, স্বাধীনতা পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ-ভাসানী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, জাতীয় উন্নয়ন পার্টি এবং বাংলাদেশ আইডিয়েল পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন এই জোট গঠন করা হয়েছে জানিয়ে ডিএনএফের চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, দেশের মানুষ বিভিন্ন কারণে আজ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদেরকে নির্বাচনমুখী করতে এই জোট কাজ করে যাবে। বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান জনাব,মো. বাবুল সরদার চাখারী সংবাদ সম্মেলনে আরো জানান ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) আরো কিছু রাজনৈতিক দল যোগ দানে ইচ্ছা প্রকাশ করেন । যারা নতুন ফ্রন্ট (ডিএনএফ) এই যোগ দিতে ইচ্ছুক তাদের তিনি আমন্ত্রণ জানাই
ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) স্টিয়ারিং কমিটির নামের তালিকঃ
১.মোঃবাবুল সরদার চাখারী
চেয়ারম্যান-ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ
চেয়ারম্যান-বাংলাদেশ পিপলস পার্টি -বিপিপি
২.মোয়াজ্জেম হোসেন খান মজলিস
মহাসচিব- ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ
চেয়ারম্যান- জাতীয় স্বাধীনতা পার্টি
৩.এআরএম জাফরুল্লাহ চৌধুরী
মুখপাত্র -ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট ডিএনএফ
চেয়ারম্যান- বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন –বিজিডেমোক্রেটিক
ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ)
স্টিয়ারিং কমিটিঃ
১. এহসানুল হক সেলিম (মহাসচিব -বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি)
২. এম এ জলিল (চেয়ারম্যান-বাংলাদেশ গণতান্ত্রিকলীগ)
৩. বঙ্গদ্বীপ এম এ ভাসানী (চেয়ারম্যান-ন্যাপ ভাসানী)
৪. হাফেজ মাওলানা আতাউর রহমান আতিকী (চেয়ারম্যান-ইসলামিক লিবারেল পার্টি)
৫. মোঃ আনিসুর রহমান (বাংলাদেশ পিপলস পার্টি -বিপিপি-প্রেসিডিয়াম সদস্য)
৬. বিএম নাজমুল হক (বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির প্রেসিডিয়াম সদস্য)
৭. কে এম ইব্রাহিম খলিল (বাংলাদেশ আইডিয়েল পার্টি চেয়ারম্যান )
৮. এম.এম আনিছুর রহমান দেশ (বাংলাদেশ কনজারভেটিভ পার্টি চেয়ারম্যান )
৯. মোঃ মাহাবুব খোকন (জাতীয় উন্নয়ন পার্টির সভাপতি)
১০. এ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন (বাংলাদেশ পিপলস পার্টি -বিপিপি-প্রেসিডিয়াম সদস্য)
১১. এস এম আলমগীর হোসেন (সিনিয়র যুগ্ম মহাসচিব-বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি )
১২. মাওলানা নূর মোহাম্মদ সিরাজী (বাংলাদেশ পিপলস পার্টি -বিপিপি-প্রেসিডিয়াম সদস্য)
১৩. রোজী আক্তার (বাংলাদেশ পিপলস পার্টি – সাংগঠনিক সম্পাদক)
ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ)
কার্যনির্বাহী কমিটিঃ
১. মোসলেহ উদ্দিন (জাতীয় স্বাধীনতা পার্টির -মহাসচিব )
২. মোহাম্মদ আব্দুর রাজ্জাক অনজন (বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন -বিজিএ -মহাসচিব)
৩. ইঞ্জিনিয়ার রেদোয়ান শিকদার (ন্যাপ ভাসানী-মহাসচিব)
৪. সৈয়দ নাজমুল হোসাইন (বাংলাদেশ কনজারভেটিভ পার্টি -মহাসচিব)
৫. মোস্তফা কামাল (বাংলাদেশ গণতান্ত্রিকলীগ -সাধারন সম্পাদক)
৬. মাওলানা হাফিজুর রহমান (ইসলামিক লিবারেল পার্টি -মহাসচিব)
৭. মোঃ আব্দুল্লাহ (জাতীয় উন্নয়ন পার্টির- সাধারন স¤পাদক)
৮. অধ্যাপক সিদ্দিকুর রহমান (বাংলাদেশ পিপলস পার্টি -বিপিপি-প্রেসিডিয়াম সদস্য)
৯. মোঃ আবদুর রাজ্জাক (বাংলাদেশ পিপলস পার্টি -বিপিপি-প্রেসিডিয়াম সদস্য)
১০. এনায়েত উল্লাহ খোকন (বাংলাদেশ আইডিয়েল পার্টি ভারপ্রাপ্ত -মহাসচিব )
১১. সাথী রায় (বাংলাদেশ পিপলস পার্টি -বিপিপি- সাংগঠনিক সম্পাদক)
১২. মোঃ আফতাব উদ্দিন (বাংলাদেশ পিপলস পার্টি – দপ্তর সম্পাদক)
১৩. মুন্নাফ হোসেন (বাংলাদেশ পিপলস পার্টি – প্রচার ও প্রকাশনা সম্পাদক )
