বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি’র চেয়ারম্যান মোঃ বাবুল সরদার চাখারী’র সংক্ষিপ্ত পরিচিতিঃ
মোঃ বাবুল সরদার চাখারী বরিশাল জেলায় বানারীপারা উপজেলাধীন মাদারকাঠি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৫ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব মোঃ ইসমাইল সরদার এবং মাতা মোসাম্মৎ আছিয়া বেগম। জনাব মোঃ বাবুল সরদার চাখারী আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধ দেখতে দেখতেই শিক্ষা জীবনে প্রবেশ করেন । তাই তিনি স্কুল জীবন থেকে নিজের অজান্তে রাজনীতিতে অংশগ্রহণ করেন। কলেজ জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করার সাথে সাথে জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্র রাজনীতিতে তিনি যেমন অগ্রভাগে থাকতেন তেমন জাতীয় রাজনীতিতে নেতৃত্বের অগ্রভাগ থাকতে সর্বদা চেষ্টা করতেন। ১৯৮৬ সালে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত হন। ১৯৮৮ সালে যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন। ২০০৫ সালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন এবং ২০১৭ সালে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১০-২০২০ সাল পর্যন্ত চাখার শের-ই বাংলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি গঠন করেন এবং তিনি বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি’র চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি শেরে বাংলা স্মৃতি সংসদের সহ-সভাপতি, সালেহা স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে নিরলসভাবে নিয়মিত সমাজ সেবা করে যাচ্ছেন। বর্তমানে তিনি দৈনিক একুশের বানী জাতীয় দৈনিক পত্রিকায় উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। মোঃ বাবুল সরদার চাখারী তার ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড, জাইফা ট্রেডার্স, চাখারী ট্রেডার্স সফলতার সাথে পরিচালনা করে আসছেন। মোঃ মাহিন সরদার চাখারী ও জাইফা বিনতে চাখারী তার সুযোগ্য সন্তান।






